“পড়! তোমার প্রভুর নামে” - আল কুরআন।
মহাপবিত্র এ বাণীর আলোকে আমাদের গর্বিত সংবিধানে অঙ্গীকার “শিক্ষা সকলের জন্মগত অধিকার।”
বহু মনীষীর জন্মধাত্রী শতবর্ষের প্রাচীন এ বিদ্যাপীঠ। প্রত্যেক শিক্ষার্থীর মাঝেই লুকানো প্রতিভা থাকে এবং অনুকূল পরিবেশে তা উন্মেষ ঘটে। আর তখনই শিক্ষা এগিয়ে চলে দূর্বার গতিতে,অজানাকে জানতে, সৃজনশীলতার বিকাশ ঘটাতে, নব আবিষ্কারের নেশায় মেতে উঠতে,বিন্দু জলে সিন্ধুর গভীরতা খুঁজতে। “ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে” -এ শাশ্বত অমীয় বাণীর ফল্গুধারা প্রতিটি শিক্ষার্থীর জীবনধারা স্রোতে অধিকতর প্রবাহমান হয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাক এ প্রত্যাশায়।