News

Instructions for Online Payment

  • Instructions for Online Payment
    15 July, 2024

    প্রিয় অভিভাবক
    ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের  অনলাইন  পেমেন্টে  আপনাকে স্বাগতম।
    আপনার সন্তানের যাবতীয় ফি অনলাইন এ পেমেন্ট দেয়ার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
     
    • প্রথমে আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার দিয়ে গুগল এ প্রবেশ করুন
    • bhangagovpiloths.edu.bd লিখে প্রবেশ করুন।
    • আপনি বিদ্যালয়ের ওয়েবসাইট দেখতে পাবেন।
    • ওয়েবসাইট এর উপরে ডান পাশে parent login এ ক্লিক করুন।
    • আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
    • আপনি আপনার প্রোফাইল দেখতে পারবেন।
    • ড্যাশবোর্ড এর  পেমেন্ট বাটন এ ক্লিক  করে আপনার সন্তানের নাম সিলেক্ট করুন।
    • পেমেন্ট টাইপ  সিলেক্ট করে অ্যাড পেমেন্টে ক্লিক করুন।
    • আপনাকে একাধিক পেমেন্ট অপশন দেখাবে যেমন, বিকাশ, নগদ,  রকেট,ভিসা কার্ড, মাস্টার কার্ড ও একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ।
    • আপনি যে কোন একটি  পেমেন্ট  মাধ্যম সিলেক্ট করে পেমেন্ট সম্পন্ন করুন।