News

বেতন ও অন্যান্য ফি গ্রহণ

  • বেতন ও অন্যান্য ফি গ্রহণ
    21 September, 2025

    বেতনের সফটওয়্যার ছেড়ে দেওয়া হয়েছে। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে চলতি মাসের বেতন এবং কারো  বকেয়া (যদি থাকে) আনুষঙ্গিক পাওনাদি পরিশোধের জন্য নির্দেশ দেয়া গেল ।উল্লেখ্য নবম শ্রেণীর ভোকেশনাল শাখার ফরম পূরণের টাকা সহ ডিসেম্বর পর্যন্ত বেতন ও আনুষঙ্গিক পাওনাদি গ্রহণ করা হচ্ছে এবং দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষার ফি বাবদ ৪৫০ টাকা সহ সেপ্টেম্বর পর্যন্ত বেতন ও আনুষঙ্গিক পাওনাদি পরিশোধের  জন্য‌ও নির্দেশ দেয়া গেল।।